|| রাঙামাটি প্রতিনিধি ||
রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল’র অভিযানে উদ্ধার ২৫ টি মুঠোফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
রাঙামাটি জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ’র দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু’র সার্বিক তত্বাবধানে জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ২৫ টি মুঠোফোন জিডি মূলে “সাইবার ক্রাইম মনিটরিং সেল” তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উদ্ধার করে ।
এসব মুঠোফোন বুধবার (০৪ সেপ্টেম্বর) কোতয়ালী থানা প্রাঙ্গনে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুঃ সাইফুল ইসলাম।
উল্লেখ্য রাঙামাটি সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে পুলিশ সুপার’র উদ্যোগে গঠিত জেলা পুলিশ’র “সাইবার ক্রাইম মনিটরিং সেল” সাইবার অপরাধ প্রতিরোধ, ক্লু-লেস মামলা ডিটেকশনের পাশাপাশি প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩৭৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে।
উদ্ধার মুঠোফোন হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, সাইবার ক্রাইম মনিটরিং সেল ইনচার্জ মাসুদ রানা প্রমূখ।