|| রাঙামাটি প্রতিনিধি ||
রাঙামাটিতে শুক্রবার ( ১৬ মে ) বিকেল থেকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে।
শনিবার (১৭ মে) সকালের মধ্যে ভাস্কর্যের কোন চিহ্ন রাখবে না তারা। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার ব্যানারে একটি সংগঠন এটি ভাঙচুরে অংশ নেয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ২০১৭ সালে কমবেশি সাড়ে ৩ কোটি টাকায় শহরের উপজেলা পরিষদ এলাকায় ভাস্কর্যটি স্থাপন করে।
শতশত ছাত্র-জনতা বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙনে অংশ নিয়েছে। ভাস্কর্য ভাঙায় অংশ নেওয়া ছাত্র-জনতারা জানান, সারাদেশ থেকে ফ্যাসিবাদের সকল চিহ্ন মুছে ফেলা হবে।
রাঙামাটিতে বঙ্গবন্ধু ভাঙনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার মধ্যদিয়ে মূল কর্মকাণ্ড শুরু হয়েছে। প্রতিকৃতি ভাঙা শেষ না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা এ স্থান থেকে সরবে না বলে জানান তারা। #