|| রাঙামাটি প্রতিনিধি ||
শহর সংবাদদাতা: শহরের তবলছড়ি অফিসার্স কলোনীতে শুক্রবার (৭ জুন) দুপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ডালিয়া দেওয়ান (৪০)।
পুলিশ, দমকল বাহিনী ও হাসপাতাল সূত্র জানিয়েছে, রাঙামাটি সদর উপজেলার তবলছড়ি অফিসার্স কলোনীতে শুক্রবার (৭ জুন) দুপুরে ডালিয়া দেওয়ান নামে একজন মহিলা ফ্রীজ খুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে।
বৃষ্টি ও বজ্রপাতের সময় সময় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হলে, তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত মেডিক্যাল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেলে অফিসার ডা: মো. শওকত আকবর খান বলেন, দুপুরের দিকে একজন মহিলাকে হাসপাতালে আনা হলে পরীক্ষা করে দেখি, তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।