|| রাঙামাটি প্রতিনিধি ||
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার বিকেল রাঙামাটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা মৎস্যজীবী লীগ সভাপতি উদয়ন বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন দাশ রবির সঞ্চালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এম.পি।
রাঙামাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী,সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব,রফিকুল মাওলা,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো.শাওয়াল উদ্দিন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, আওয়ামী লীগ নেতা ত্রিদিব দাস,জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভার আগে মৎস্যজীবী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মুহাম্মদ ইলিয়াস
১৩-০৮-২০২৩/রাঙামাটি-০১৭৩৯৩৫৪১৬১