ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রংপুর পিডিপির শত কোটি টাকার মালামাল ১৭ লাখে বিক্রির অভিযোগ

প্রতিবেদক
নিউজ এডিটর
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১:৩৫ অপরাহ্ণ

Link Copied!

রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) রংপুর ডিভিশন-৩ অফিস থেকে কোনো প্রকার টেন্ডার (দরপত্র আহ্বান) ছাড়াই প্রায় একশত কোটি টাকার বৈদ্যুতিক মালামাল মাত্র ১৭ লাখ টাকায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন পিডিবির রংপুর ডিভিশনের প্রধান প্রকৌশলী। তার দাবি, দরপত্র আহ্বান করা না হলেও সাতজনের একটি কমিটি করে এসব মালামাল বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগরীর খামারস্থ পিডিবি ডিভিশন-৩ অফিসে গিয়ে জানা যায়, গত দুই দিনে ৩০-৩৫টি ট্রান্সফরমারসহ বেশ কিছু মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল রাতের আঁধারে ট্রাকে করে অন্যত্রে সরিয়ে নেওয়া হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য ২০ কোটি টাকা হবে বলে দাবি করছেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা।

নাম না প্রকাশ করার শর্তে একজন কর্মচারী বলেন, ‘সোমবার দিনভর ট্রাক লোড করে কোনো ধরনের পরিমাপ ছাড়াই ট্রান্সফরমারসহ বেশি কিছু মালামাল বাইরে সরিয়ে নেয়া হয়েছে। কোনো রকম টেন্ডার ছাড়াই এসব মালামাল পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে নামমাত্র মূল্যে বিক্রি করা হয়েছে। পিডিবি ডিভিশন-৩ থেকে যে সব মালামাল বিক্রি করা হয়েছে এসবের আনুমানিক একশত কোটি টাকা হবে। অথচ মালামাল টেন্ডার ছাড়াই মাত্র ১৬ লাখ ৮২ হাজার টাকায় বিক্রি হয়েছে। এটি নতুন কোন ঘটনা নয় বলেও দাবি করেন ওই কর্মচারী।

পিডিবি ডিভিশন-৩ অফিস সংলগ্ন স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ‘দীর্ঘদিন থেকে পিডিবিতে এমন অনিয়ম চলেই আসছে। একটি সংঘবদ্ধ চক্র এসব দুর্নীতি-অনিয়ম করছে। রাতের আঁধারে এখান থেকে অনেক সময় মালামালবাহী ট্রাক বের হয়। সিসি ক্যামেরা ফুটেজ দেখলে দুর্নীতি ও অনিয়মের কিছুটা হলেও প্রমাণ মিলবে। এখন টেন্ডার ছাড়া মালামাল বিক্রির বিষয়টি সবাই জানতে পারায় অফিসের বড় অফিসাররা নিজেদের দোষ লুকোনোর চেষ্টা করছেন।’

এদিকে, মালামালবাহী একজন শ্রমিক ও ট্রাক চালক বলেন, ‘আমরাতো জানি এসব মালামাল তিন কোটি টাকায় বিক্রি করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এখান থেকে মালামাল লোড করে নিয়ে অন্যত্র গিয়ে ওজন পরিমাপ করে।

এ বিষয়ে প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেন সরকার বলেন, ‘মালামাল বিক্রির জন্য কোনো ধরনের টেন্ডার দেয়া হয়নি তবে উপরের নির্দেশে কোটেশন দিয়ে এসব বিক্রি করা হয়েছে। হেড অফিস থেকে সেভাবেই নির্দেশ দেয়া আছে। সেই নির্দেশ অনুযায়ী সেনা কল্যাণ সংস্থাকে মালামালগুলো দেওয়া হয়েছে। এ জন্য সুপারিন্টেনডেন্ট ইঞ্জিনিয়ার, অডিট বিভাগের ডিজিএম, একাউন্ট অফিসের ডিডি, চীফ অফিসের ম্যানেজার, এমডি অফিসের সহকারী ম্যানেজার, স্টোর ম্যানেজারসহ ৭ সদস্যের একটি কমিটিও করে দেওয়া হয়েছে। তারাই এসব মালামাল বিক্রি করেছে।’

এ বিষয়ে কোনো ধরনের লিখিত অফিস অর্ডার দেখাতে পারেননি তিনি। বরং সাংবাদিকদের উপস্থিতি বাড়তে থাকায় কাগজপত্র আগামী সপ্তাহে দেখানোর কথা বলে ঘটনাস্থল থেকে তিনি দ্রুত সটকে পড়েন।

ঠিকাদার মিজানুর রহমান বলেন, ‘সেনা কল্যাণ সংস্থার পক্ষে আমি মালামালগুলো কেরিং করে নিয়ে যাচ্ছি। কি প্রক্রিয়ায় মালামালগুলো বিক্রি করা হয়েছে তা আমার জানা নেই। এ ব্যাপারে পিডিবির ইঞ্জিনিয়াররা ভালো বলতে পারবেন।

এ ব্যাপারে পিডিবির রংপুর ডিভিশনের তত্বাবধায়ক প্রকৌশলী রাকিবুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম মন্ডল মালামাল বিক্রির বিষয়টি জানেন না বলে দাবি করেছেন। তারা জানান, কে বা কারা এসব মালামাল কত দামে বিক্রি করেছে তা আমাদের জানা নেই।

242 Views

আরও পড়ুন

কাপাসিয়ায় বীর মুক্তিযোদ্ধা গনি শেখ হত্যার সাথে জড়িত সন্দেহে ২ জন গ্রেপ্তার

কাপাসিয়ায় নিখোঁজের দুই দিন পর বীর মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার

সাংবাদিকদের সঙ্গে এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের মতবিনিময় সভা

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা ইবতেদায়ি ও প্রি-হিফয শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে বিশ্ব জলাভূমি দিবস ২০২৫ উপলক্ষ্যে মতবিনিময় সভা

শান্তিগঞ্জে ছাত্রলীগ নেতা মাছুম গ্রেফতার

শান্তিগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু’গ্রামের সংঘর্ষ, আহত ৪০

শান্তিগঞ্জে মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা

টেকনাফে বিজিবি’র অভিযানে৫০হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে ৬৯বোমা-সরঞ্জামাদিসহ আটক-২

টেকনাফে জালে ধরা পড়ল৫মণ ওজনের ভোল মাছ,বিক্রি২লাখ৬০হাজার টাকা

আবু সাঈদ হত্যা মামলার আসামি আকাশকে আটক করেছে ইসলামপুর থানা-পুলিশ