ঢাকাশুক্রবার , ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রংপুরে লবণের গুজব ঠেকাতে প্রশাসনের মাইকিং

প্রতিবেদক
নিউজ এডিটর
২০ নভেম্বর ২০১৯, ১:২৪ পূর্বাহ্ণ

Link Copied!

মোঃ রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুর নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় লবণের দাম বৃদ্ধি নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে। গুজবে কান না দিতে রংপুর জুড়ে করা হচ্ছে মাইকিং। বাস্তবে লবণের দাম না বাড়লেও গুজবের কারণে ক্রেতা সমাগম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে লবণের দাম।

এদিকে লবণ গুজবের কারণে রংপুর নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় মাইকিং করেছে পুলিশ প্রশাসন ও রংপুর চেম্বারসহ বিভিন্ন সংগঠন।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সোমবার প্রতিকেজি লবণ ৩০ টাকায় বিক্রি করা হলেও আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন বাজারে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ক্রেতাদের উপচে পড়া ভিড়ে বিকালেই তা ৮০ থেকে ১০০ টাকা কেজি ছাড়িয়েছে। বিভিন্ন কোম্পানির প্যাকেট লবণের পাশাপাশি খোলা লবণও ব্যাপক হারে বিক্রি হচ্ছে।

গুজবের কারণে আজ মঙ্গলবার সকাল থেকে কতিপয় অসাধু ব্যবসায়ী রংপুর নগরীর লালবাগ, সিটি বাজার, মাহিগঞ্জ, মর্ডাণ মোড়, চকবাজার, দমদমা, সিও বাজার, সাতমাথাসহ জেলার পীরগাছা, চৌধুরানী, দামুরচাকলা, পাওটানাহাট, টেপামধুপুর, কাউনিয়া, হারাগাছ, খানসামা, মিঠাপুকুর, বৈরাতি, বালারহাট, জায়গীরহাট, ভাংনী মাটেরহাট, বৈরাগীগঞ্জ, পীরগঞ্জ, খালশপীর, ভেন্ডাবাড়ি, গংগাচড়া, পাগলাপীর, পালিচড়া, শ্যামপুর, বদরগঞ্জসহ নগরী ও জেলার বিভিন্ন হাট-বাজারে লবণ বেশী দামে বিক্রি শুরু করেছে।
লবণের দাম বৃদ্ধি পাচ্ছে এমন খবরে সাধারণ মানুষ মুদি দোকানগুলোতে লবণ ক্রয়ের জন্য ভিড় জমাচ্ছেন। এতে সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পীরগাছা সদরে বাজার করতে আসা তাজুল ইসলাম বলেন, ‘লবণের দাম ২০০ টাকা কেজি হবে এমন খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে ক্রেতারা দোকানে ভিড় করছে লবণ ক্রয়ের জন্য। আমিও লবণ কিনে রাখছি, যাতে দাম বাড়লেও আর কিনতে না হয়।’

নগরীর মর্ডাণ মোড়ের আনিছ মিয়া ও বাহার কাছনার মাহমুদুল ইসলাম মানিক দুই ক্রেতা জানান, ফেসবুকে লবণের দাম বৃদ্ধি হচ্ছে এমন খবর দেখে ৫ কেজি করে লবণ কিনি। তবে শুনলাম এটা গুজব।

রংপুর সিটি বাজারের হালিম এন্ড সন্স নামে পাইকারী লবণ সরবরাহকারী আনোয়ার হোসেন বলেন, ‘লবণের দাম বাড়েনি। প্রচুর লবণ মজুদ রয়েছে। সাধারণ জনগণ গুজবে কান দিয়েছে বলেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
তিনি জানান, ‘বর্তমানে বাজারে খোলা লবণ পাইকারী প্রতি বস্তা (৬৫ কেজি) ৭০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তিস্তা লবণের প্রতি আধা কেজি প্যাকেট ১০ টাকা চল্লিশ পয়সা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও একই দাম ছিল।’

এব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ জানান, গুজব রুখতে মাইকিং সহ প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি বাজার মনিটরিং করতে কর্মকর্তাদের নিদের্শনা দেয়া হয়েছে। কেউ যাতে গুজবকে কাজে লাগিয়ে বেশি দামে লবণ বিক্রি করতে বা মজুদে রাখতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।
You remove

247 Views

আরও পড়ুন

শবে বরাতে দোয়া কবুল নিয়ে যা বলেছেন ইমাম শাফেয়ী রহ.

জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

অপারেশন ডেভিল হান্ট, শান্তিগঞ্জে আওয়ামীলীগ নেতা শহিদ মিয়া গ্রেফতার

শেরপুরে কৃষি জমিতে সেচ পাম্পের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক ও কৃষি শ্রমিকের মৃত্যু

জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজার সংবাদ পত্রিকায় প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন রাসেল

মুসলিম মণিপুরি সম্প্রদায়ের ৮ মুহাদ্দিস মাওলানাকে পাগড়ি পরিয়ে সম্মাননা

পেকুয়ায় ৪জন লবণ চাষিকে কু’পিয়ে জ’খম

মাহফুজুল হক রিফাত এর প্রথম বই “লিথাল”

ফুল টাইম করেন আওয়ামী রাজনীতি, পার্টটাইমে তারা সরকারি বেতনভুক্ত কর্মচারী

সাজেকে পর্যটকবাহী গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে আহত-৩