আশরাফুল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি:
যশোরের শার্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের উন্নয়নে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুলাই) বিকালে শার্শা অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার উপজেলা প্রথামিক শিক্ষা অফিসার ওয়ালীয়ার রহমান ,সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন তৌতা সহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এর উপজেলা পর্যায়ে শ্যামলাগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।
খেলায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ চ্যাম্পিয়ন (বালক) গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও (বালিকা)কায়বা সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে।