রফিকুল ইসলাম জসিম, মৌলভীবাজার সীমান্ত থেকে–
মৌলভীবাজারের জুড়ীর ফুলতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) -এর গুলিতে ৬ বাংলাদেশি আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টায় ফুলতলা বিওপির সীমান্ত পিলার ১৮২৩/২৬-এস এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বাপ্পা মিয়া (৩২) নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে বিজিবি।
বাপ্পা মিয়া উপজেলার পূর্ব বটুলি গ্রামের আব্দুর রউফের ছেলে।
সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বৃহস্পতিবার বিকালে বিজিবি ৫২ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফ বরাবর প্রতিবাদলিপি পাঠিয়েছে।