রিপন মিয়া, সদর প্রতিনিধি মৌলভীবজার।
ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা একতা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ২২ তম একতা প্রাথমিক মেধা অন্বেষণ পরীক্ষা ” মরহুম সিরাজুজ্জামান চৌধুরী বৃত্তি” ১লা নভেম্বর শুক্রবার আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় কাজিরবাজারে অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক ও কে,জি স্কুলের ১৪৫ টি প্রতিষ্ঠানের ৭০০ শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহন করে। পরীক্ষাটি পরিদর্শন করেন মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সেলিম মিয়া।
এছাড়া পরিদর্শন করেন ইউ,আর,সি ইন্সট্রাকটর মোঃ জাকির হোসেন, সাবেক শিক্ষক নুরুল হক,কাজিরবাজার সরকারি প্রঃ বিঃ এর প্রধান শিক্ষক সুলতানা শাহনাজ আখতার।সংগঠনের সভাপতি-এবাদুল হক দুলু, সাধারণ সম্পাদক- গাজী আবেদ।
পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমদের তত্ত্বাবধানে সংগঠনের সদস্য মুহিব আহমেদ,শফিউল আলম জগলু, অজয় সেন, রাসেল তরফদার, মুহিবুর রহমান দিপলু,সমুন,মিজানুল হক পান্না,
তপু তরফদার,হাবিব,রুমেল আহমেদ, এমজাদ আহমেদ, ইলিয়াস কবির শাহিন,রুবেল আহমেদ,সোহান বেগ,ওয়াসিম,আরিফ,জুনেদ বেগ কামরুল,হাসান,জাহেদ,হায়দার, জাকারিয়া, শহিদ,শিবলু,রিপনমিলাদ,মহসিন,সোহেল,রাজা,যুবায়ের, সারা চৌধুরী, সহ সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,সাংবাদিক,অভিভাবক
বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য সংগঠনটি দীর্ঘ ২২ বছর ধরে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মেধা বৃত্তি দিয়ে আসছে।।