রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজার সদর উপজেলার বেকামুড়া গ্রামে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সৌরভ শীল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সৌরভ সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের বেকামুড়া গ্রামের দিলীপ শীলের ছেলে।
রবিবার (১৯ মে) সকালে পশ্চিম বেকামুড়া তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
এদিকে এ ঘটনা’কে কেন্দ্র করে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজিনা বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
ঘটনার পর থেকে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
স্থানীয় ব্যবসায়ী ও অভিযুক্ত সৌরভের প্রতিবেশী মনা মিয়া জানান, শনিবার রাতে এলাকাবাসীর অনেকেই এসে সৌরভের খোঁজ নেন, প্রথম দিকে আমরা কিছু বুঝতে পারিনি। পরবর্তীতে জানতে পারলাম সৌরভ ফেসবুকে মহানবী (সা.) এর নামে কটুক্তি করেছে। তাই অনেকেই তাকে খোঁজছে। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও তার পরিবারের লোকজনদের জানাই। পরবর্তীতে চেয়ারম্যান পুলিশ’কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং অভিযুক্ত সৌরভ’কে তার বাড়ি থেকে আটক করে নিয়ে যান।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম নজরুল ইসলাম বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করায় সৌরভ’কে আটক করে কোর্টে চালান দেয়া হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।