রিপন মিয়া, সদর প্রতিনিধি মৌলবীবাজার।
ভোলায় মহানবী (স) কে নিয়ে ফেসবুকে কুটোক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং তওহীদি জনতার উপর নির্বিচারে গুলি করে শহীদ করার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উলামা পরিষদ মৌলভীবাজার শহর শাখা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় শহরের ঈদগাহ এর সামনে মিছিল পূর্ববর্তী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
দরুল উলূম মাদরাসার মুহতামিম মুফতি সামছুজ্জোহার পরিচালনায় ও আল্লামা আব্দুল বারী ধর্মপুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও: নুর আলম হামীদী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাও. গিয়াসউদ্দিন, মুফতি হাবিবুর রহমান কাসেমী, খেলাফত মজলিসের জেলা সভাপতি আহমদ বেলাল, মাও. মুজাহীদুল ইসলাম, মাও. আব্দুস সামাদ প্রমুখসহ মিছিলে মৌলভীবাজার জেলার বিভিন্ন কওমী মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।