রোকনুজ্জামান সবুজ জামালপুর :
জামালপুরের মেলান্দহে শিশু ধর্ষণের বিরুদ্ধে মানবন্ধন করেছে স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর দিকে মেলান্দহ-দেওয়ানগঞ্জ মহাসড়কের শিমুলতলা এলাকায় মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন-ধর্ষিতা শিশুর পিতা সজিব আকন্দ, এলাকাবাসি ইমরান হোসেন বাবুল, শিক্ষার্থী জাহিদুল ইসলাম, ফেরদৌসী জান্নাত, মাসুমা আক্তার প্রমুখ। মানবন্ধনে ধর্ষক শাহজাহান ও সহযোগিদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ২০ অক্টোবর শাহাজাতপুরের সাড়ে ৪ বছরের শিশুকে আখ ক্ষেতে ডেকে নিয়ে মুখ বেধে ধর্ষণ করে। পরে ওই শিশুকে জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়।
অফিসার ইনচার্জ রেজাউল করিম খান জানান-এ ঘটনায় আতিকুর রহমান মুন্সীকে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার অভিযান চলছে।