রোকনুজ্জামান সবুজ জামালপুর ঃ
জামালপুরের মেলান্দহে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে কামদেববাড়ি রাস্তার পাশে ধানক্ষেতে পলিথিনে মোড়ানো শিশু সদৃশ বস্তু দেখতে পান পথিকরা। স্থানীয়রা পলিথিন খুল্লে মৃত নবজাতক (ছেলে) বের হয়। মুহুর্তেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে শত শত লোক ভীড় করছে। অফিসার ইনচার্জ রেজাউল করিম খান ঘটনাটি নিশ্চিত করেছেন।