রোকনুজ্জামান সবুজ জামালপুর ঃ
জামালপুরের মেলান্দহে ৩ দিনের ব্যাপি বৃক্ষ মেলা র্যালী ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। রবিবার সকালে কৃষি অধিদপ্তর আয়োজিত মেলান্দহে নির্বাহী অফিসার তামিম আল ইয়ামীনের সভাপতিতে বৃক্ষ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফারুক আহাম্মেদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, কৃষি কর্মকর্তা ফয়সাল আহম্মেদ, মেলান্দহ ভারপ্রাপ্ত কর্মকতা রেজাউল করিম খান, আ’লীগ সেক্রেটারি মোহাম্মদ জিন্নাহ প্রমুখ। মেলায় বিনামুল্যে বৃক্ষ বিতরণ করা হয়।