রোকনুজ্জামান সবুজ জামালপুর ঃ
ফেসবুকে আল্লাহ ও রাসুল (স.) কে নিয়ে কটুক্তি কারির ফাঁসির দাবি এবং ভোলা জেলার বুরহান উদ্দিনে হতাহতের ঘটনায় জামালপুরের মেলান্দহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইত্তেফাকুল ওলামা। সোমবার বাদ জোহর কেন্দ্রীয় মসজিদ গেট থেকে বিক্ষোভ মিছিল শেষে মুকুল প্লাজার সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ইত্তেফাকুল ওলামার সভাপতি আলহাজ মুফতী শামসুদ্দিন সভাপতিত্বে-বক্তব্য রাখেন-জেলা ইত্তেফাকুল ওলামার সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ কাসেমী,মেলান্দহ ইত্তেফাকুল ওলামার সাধারণ সম্পাদক মাও. সোলায়মান, পৌর ইত্তেফাকুল ওলামার সভাপতি মাও. আব্দুল্লাহ, কোষাধক্ষ মাও. আব্দুর রহমান, ঘোষেরপাড়া ইত্তেফাকুল ওলামার সভাপতি মাও. আসাদুজ্জামান, উপজেলা ইত্তেফাকুল ওলামার সদস্য মাও . আ. ওয়াহাব ও মাও. রহমতুল্লাহ প্রমুখ। বক্তারা বলেন-তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।