ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

মেঘের রাজ্য সাজেক ভ্যালীতে হবে থার্টি ফার্স্ট নাইট : পাহাড় সাজানো হচ্ছে বর্ণাঢ্য সাজে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪, ৯:২০ অপরাহ্ণ

Link Copied!

|| রাঙামাটি প্রতিনিধি ||

রাঙামাটির চাঁদের হাট খ্যাত পর্বত চুড়োর পর্যটন নগরী মেঘের রাজ্য সাজেক ভ্যালীতে নতুন বছরকে স্বাগত জানাতে মঙ্গলবার(৩১ ডিসেম্বর) প্রথমবারের মতো

পালিত হচ্ছে থার্টি ফার্স্ট নাইট ফেস্টিভ্যাল। দেশী- বিদেশী পর্যটকদের সাজেক ভ্রমণে উৎসাহিত করতে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অজানা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরবে ফ্যাস্টিভ্যালে। তথ্য সংশ্লিষ্ট সূত্রের।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সাজেকের কটেজ মালিক সমিতির আয়োজিত “সাজেক ফেস্টিভ্যাল” কে কেন্দ্র করে স্থানীয় লুসাই, পাংখোয়া, ত্রিপুরাসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরা হবে। প্রথমবারের মতো অনুষ্ঠিত এ ফেস্টিভ্যালে লাইভ মিউজিক পারফরম্যান্স, ক্যাম্পফায়ার, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রদর্শন বর্ণনা এবং ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন। পাশাপাশি আকর্ষণীয় গেমস, পুরস্কার ও স্মারক সম্মাননা প্রদান করা হবে।

মেঘের রাজ্য সাজেক ভ্যালীতে একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা বিরল সুযোগ নিতে সব সময়

দেশী-বিদেশী পর্যটকদের ভীর লেগেই থাকে। বর্ষায় মেঘ আর শীতে কুয়াশার চাদরে ঢাকা সাজেক ভ্যালীতে এসে মেঘ ছোঁয়ার উদগ্র বাসনা তো সবারই থাকে। কিন্তু পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জানা হয়ে ওঠে না তাদের। পর্যটকদের সেই সুযোগ করে দিতেই এবারের সাজেক ফ্যাস্টিভ্যাল আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য। এর মাধ্যমে পর্যটক আকর্ষণও তরান্বিত হবে। এ উপলক্ষে সাজেক ভ্যালীকে বৈচিত্র্যময় সাজে সাজিয়ে তুলেছে। বর্ণাঢ্য এ আয়োজনে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

প্রায় সবগুলো রিসোর্টই আগাম বুকিং হয়ে গেছে। যে কারণে হোটেল, মোটেল ও রিসোর্ট মালিকগণ বিশেষ ব্যবস্থায় ট্যুরিস্ট রাখার চিন্তা করছে।

সাজেক বিলাস’ মালিক জ্ঞানজয় চাকমা বলেন,

দীর্ঘদিনের প্রচেষ্টায় এই প্রথম সাজেক ‘কটেজ মালিক সমিতির পৃষ্টপোষকতায় পর্যটক আকর্ষণে পাহাড়ের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার আয়োজন করা হয়েছে। আমাদের প্রস্তুতি পৃরায় শেষের দিকে।

মেষের রাজ্য সকলকে স্বাগতম।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, সাজেক ভ্যালীতে থার্টি ফার্স্ট নাইট পালন উপলক্ষে আয়োজিত সাজেক ফ্যাস্টিভ্যালের নিরাপত্তায় উপজেলা প্রশাসন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পূর্বের অভিজ্ঞতায় অতিরিক্ত পর্যটক সামাল দিতে বিশেষ পরিকল্পনা করা আছে।#

164 Views

আরও পড়ুন

কাপাসিয়ায় প্রায় এক হাজার মহিলা নিয়ে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

‘জিয়াউর রহমান রাজাকারকে প্রধানমন্ত্রী করেছিলেন’

গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে শেরপুরে রাস্তা ব্লকেড

আটকের তিন ঘন্টা পর বাংলাদেশী তিনটি ট্রলার থেকে মাছ-জাল নিয়ে ফেলে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি

বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ থেকে চার সদস্য বহিষ্কার, সংগঠনের তীব্র প্রতিবাদ

কক্সবাজারে জমি বিরোধের জেরে বিএনপি নেতা নিহত : ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা

রক্ত ও সাহসের জুলাই:
মণিপুরি মুসলিম মেডিকেল ছাত্র ও “জুলাই যোদ্ধা” রফিকুল হাসানের স্মৃতিচারণ

ঋতুপর্ণা চাকমা: এক ফুটবলার, এক সংগ্রামী ঢাবি শিক্ষার্থী

মিথ্যা সংবাদ পরিবেশন করায় ভারুয়াখালী জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

কুস্তি খেলা আমাদের বাবা দাদার এবং সুনামগঞ্জের ঐতিহ্য

বোয়ালখালী প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান

লাশের উপর নৃত্যঃ স্বপ্নের পথে কেনো রক্তের ছাপ?