—তাইবুর রহমান,সিলেট সিটি প্রতিনিধি :
——————————————–
প্রবাসীদের ঘামের টাকা – সচল রাখে দেশের চাকা ” এই শ্লোগান নিয়ে প্রবাসীদের কল্যাণে সিলেটস্থ সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ মঞ্চের উদ্যোগে সিলেট নগরীর হোটেল পলাশে সংগঠনের পরিচালক সাংবাদিক আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে ৩০ সেপ্টেম্বর এক আলোচনা সভা ও সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এসোসিয়েশন অব ট্রেভেলস এজেন্টস বাংলাদেশ (আটাব )এর ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার জলিল বলেছেন, মুক্তিযোদ্ধে লন্ডন প্রবাসীদের অবদান ইতিহাস হয়ে আছে। তাই, প্রবাসীদের জন্যে আমরা সিলেট বাসীদের অনেক করনীয় রয়েছে। প্রবাসীদের অবদান আমরা ভূলতে পারব না। সংগঠনের সেক্রেটারি ইসমাইল হোসেন কয়েছ ও ফাস্ট জয়েন্ট সেক্রেটারি মুজিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আব্দুল মুবিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বৃটিশ কনজারভেটিব পার্টির মেম্বার রাফাত খান জিলানী, আটাব সিলেট জোনের জয়েন্ট সেক্রেটারি মাহমুদ আহমদ চৌধুরী, সিলেট জেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাষ্টার আবুল খয়ের, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, ফ্রান্স প্রবাসী বাঙালি কমিউনিটি নেতা সোহায়েল আহমদ সোহেল, সৌদি প্রবাসী আব্দুস শাকুর, এডভোকেট হোসাইনুর রহমান লায়েছ, নবদূত সামাজিক ফোরামের চেয়ারম্যান কে এম রফিকুজ্জামান, এডভোকেট নুরুল আমিন । আলোচক হিসাবে বক্তব্য রাখেন সিলেট অন লাইন প্রেসক্লাবের সহ সভাপতি গোলজার আহমদ হেলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট প্রবাসী কল্যাণ মঞ্চের সহ সভাপতি সাংবাদিক এম এ রহিম, ইব্রাহিম খলিল, আদনান তায়্যিব, সিলেট মহানগরস্থ গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের সাংগঠনিক সম্পাদক আহমেদ আল মাসুদ, মাসুদুল হুদা খান, সাবেক ছাত্র নেতা ইমরান আহমেদ, ব্যবসায়ী নেতা শামীম আহমেদ, তরুন ব্যবসায়ী যুবনেতা আব্দুল আহাদ, আশরাফুল ইসলাম, নুরুল মুত্তাকিন, আশরাফুল আলম ফাহাদ, মাষ্টার মালেক আহমদ, হামিদুর রহমান, সৈয়দ মুস্তাফিজ, ব্যবসায়ী ফয়জুর রহমান, দেলওয়ার হোসেন ইমরান, মনসুর আহমদ, নোমান আহমেদ, শামীম আহমেদ, রোটারিয়ান আব্দুর রশীদ, রায়হান আহমদ, মাষ্টার আব্দুল মুমিন, মনসুর রহমান, প্রমুখ।