ফরহাদ আমিনঃ
মিয়ানমারের বিজিপির গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত এবং আরেক জেলে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে গুলিবিদ্ধ দুই জেলেকে উদ্ধার করে।টেকনাফ বিজিবি-২ব্যাটালিয়নের খারাংখালী বিওপির একটি টহল দল ৫নম্বর স্লুইসগেট এলাকা থেকে তাদের উদ্ধার করে।এ সময় এক জেলেকে মৃত এবং অপরজনকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করা হয়।নিহত নূর মোহাম্মদ(৩৫) হোয়াইক্যং পূর্ব মহেশখালিয়াপাড়ার জেলে এবং ছিদ্দিক আহমদের ছেলে। আহত অপর ব্যক্তি আবুল কালাম(৩৪)একই গ্রামের বক্তার আহমদের ছেলে। বিজিবি সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে কক্সবাজার রেফার করা হয়। অপরদিকে গুলিতে নিহত জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।আহত আবুল কালামের পরিবার জানান,তার পেটে গুলি রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন সেই।
এ দিকে বিজিবি সূত্রে জানায়, নাফ নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিজিবির চোক ফাঁকি দিয়ে মাছ শিকারে যান জেলেরা।হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই মশিউর রহমান জানান, বিষয়টি জানা মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি।লাশটি উদ্ধার করা হয়েছে।এ ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।
এই প্রসঙ্গে টেকনাফ বিজিবি-২ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান প্রকৃত ঘটনা পর্যবেক্ষণের পর পরে বিস্তারিত জানানো হবে বলে জানান।