জাবেদ ভূঁইয়া, মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রুবেল নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে অর্থনৈতিক অঞ্চলের বামনসুন্দর স্লুইসগেট এলাকায় সেতু নির্মাণের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
সেতু তৈরির কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান আল আমীন কনস্ট্রাকশনের উপঠিকাদারের কর্মী ছিলেন রুবেল। ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, রুবেলের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার হাজীপাড়া ফুষনা এলাকা। তাঁর বাবার নাম মো. শাফি।
আল আমীন কনস্ট্রাকশনের কর্মকর্তা মাহবুবুল হক বলেন, গ্র্যান্ডিং মেশিনের বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রুবেল। এটি একটি দুর্ঘটনা। তাঁর পরিবারকে সাধ্যমতো ক্ষতিপূরণ দেওয়া হবে।
মিরসরাই থানার উপপরিদর্শক মাহফুজুল আলম বলেন, রুবেলের লাশ থানায় রেখে তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সম্মতি থাকলে মামলা ছাড়াই লাশ হস্তান্তর করা হবে।