মো. রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুরের মিঠাপুকুর উপজেলা চত্বরের প্রানকেন্দ্রে অবস্থিত বেগম রোকেয়া শিশু নিকেতনের আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশফিকুর রহমান প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ শাহ্ মাহবুবুর রহমান। আলোচনা শেষে শিক্ষার্থীদের সফলতা ও সুস্বাস্থ্য কামনায় মোনাজাত করা হয়।