ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

মিঠাপুকুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

প্রতিবেদক
রংপুর ব্যুরো
২০ মার্চ ২০২৩, ৬:৪৯ অপরাহ্ণ

Link Copied!

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে এক সন্তানের জননী মিসরাত জাহান (মীম) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে সাজ্জাদ হোসেন ওরফে পারভেজ নামে এক পাষন্ড স্বামী।

রোববার (১৯ মার্চ) ভোর রাতে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রির্পোট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের ইউপি সদস্য হাফিজ মোহাম্মদ মোহসিন ওরফে বাহাদুর আলীর মেয়ে মিসরাত জাহান মীম এর সাথে উপজেলার বড় হযরতপুর গ্রামের সালাম মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন ওরফে পারভেজের সঙ্গে বিয়ে হয় প্রায় ৫ বৎসর আগে।  বিয়ের পর স্বামী সাজ্জাদ হোসেন শ্বশুর বাড়িতেই  ঘর জামাতা হিসেবে বসবাস করে আসছিল। স্বামীর পরকীয়া সন্দেহে ইদানিং স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লাগতো। সম্প্রতি মোটর সাইকেলের শো-রুম করার জন্য শ্বশুর  বাহাদুর আলীকে টাকার জন্য চাপ দেয় জামাতা সাজ্জাদ হোসেন। টাকা দিতে দেরি হবে বলে জানান শ্বশুর বাহাদুর আলী। টাকা দিতে বিলম্ব হওয়ায় শ্বশুর বাহাদুর আলী অসুস্থ্য অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকার সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে গতকাল রোববার ভোর রাতে স্ত্রী মীমকে চেতনানাশক মেডিসিন খাইয়ে অচেতন করে শ্বাসরোধ করে হত্যা করে। পরে শয়ন ঘরের তীরের সাথে গলায় গামছা ও ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় স্বামী সাজ্জাদ হোসেন। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা হাফিজ মোহাম্মদ মোহসিন বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীর অবস্থান সনাক্ত করে গ্রেফতার করার চেষ্টা চলছে।

আরও পড়ুন

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস

সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

দোয়ারাবাজারে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং বিরোধী সচেতনতামূলক সভা

ভূমিকম্পে ইডেন কলেজের হাসনা বেগম হলে দেয়াল খসে পড়ায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক, গভীর রাতে হলের নিচে শিক্ষার্থীদের অবস্থান

টেকনাফে আদালত ভবন স্থাপনের ঘোষণা দিলেন বিএনপি’র প্রার্থী শাহজাহান চৌধুরী

যথাসময়ে নির্বাচন হতে হবে,নয়তো দেশে সংকট তৈরি হবে-আমীরে জামায়াত