নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়াঃ
মায়ের কুলখানির দিনে মৃত্যু বরণ করেছেন পিতা। এমন বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আরব সিকদার পাড়া গ্রামে। তিন দিন আগে (গত ১৬ অক্টোবর) মারা গেছেন মাতা সখিদা বেগম (৮৮)। ২০ অক্টোবর কুলখানি ছিল তার। সব আয়োজনও সম্পন্ন করা হয়েছিল আগের দিন। কুলকানির আগের দিন ১৯ অক্টোবর (শনিবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মারা গেলেনে পিতা মোজাফ্ফর আহমদ (৯৭)। ২০ অক্টোবর দুপুর ২টায় কুতুবদিয়া সরকালি কলেজের মাঠে জানাজা নামায শেষে পারিবারিক কবর স্থানে মায়ের কবরের পাশেই দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।