ঢাকাবুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

মাস্টার রুহুল আমিনের মৃত্যুতে সর্বত্রে শোকের ছায়া

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ণ

Link Copied!

কাইছারুল ইসলাম।

না ফেরার দেশে চলে গেলেন কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য, মহেশখালী উপজেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক, মাতারবাড়ী তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া বালিকা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এবং মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বর্ণাঢ্য রাজনীতিবিদ মাস্টার রুহুল আমিন। 

সোমবার(২৬ ফেব্রুয়ারি) মাতারবাড়ী ডিজিটাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৭১  সালে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে মাস্টার রুহুল আমিনের জন্ম।

তার মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকালে বুকে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যবৃন্দ মাতারবাড়ী ডিজিটাল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার স্ত্রী, এক পুত্র ও এক মেয়ে রয়েছে। তার মৃত্যুর খবরে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে তিনবার আনজুমান ট্রাস্ট কতৃক পরিচালিত মাতারবাড়ী তৈয়্যবিয়া মাদরাসার সভাপতি নির্বাচিত করা হয়েছিল।

তিনি দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।তিনি ১৯৯৬ ইং সালে মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করে দীর্ঘ ২৮ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন,সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি আলহাজ্ব শামশুদ্দিন,জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক,এসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব এস এম গিয়াস উদ্দিন শাকের,গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার,গাউসিয়া কমিটি কক্সবাজার দক্ষিন জেলার সভাপতি আলহাজ্ব ওমর সোলতান,সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর,জনসংযোগ কর্মকর্তা একরামুল হক রানাসহ অনেকে শোক প্রকাশ করেছেন।

357 Views

আরও পড়ুন

ড্রপ এ তামাক বিরোধী ক্যাম্পেইনে তরুণ প্রতিনিধিদের অ্যাডভোকেসি বিষয়ক ২য় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি তরুণ লেখক ফোরামের নেতৃত্বে জুবায়েদ-মীম

ড.রেজাউল কবির লোহাগাড়া বার আউলিয়া কলেজের সভাপতি মনোনীত

ঘুমধুমে কাঠ বোঝাই টলি উল্টে নিহত এক, আহত ২ !! 

শান্তিগঞ্জে আল-ইসলাহ ও তালামিযের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন

কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মৌলভীবাজার এলাকা থেকে গ্রেফতার

শাপলাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত

বুটেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো সীরাত আলোচনা এবং ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা

টেকনাফে১০কেজি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

আলো সাংস্কৃতিক সংসদ’র সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান

ক্ষতিগ্রস্ত বন্যার্তদের পাশে দাঁড়ালো জাবি পরিসংখ্যান অ্যালামনাই অ্যাসোসিয়েশন

১৭টি বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কালো রাত- ডা: শফিকুর রহমান