সৌরভ মাদারীপুর :
মাদারীপুরে মস্তফাপুর ঢাকা ও বরিশাল হাইওয়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা ১৭ এপ্রিল রোজ বুধবার সকাল ১০.৩০ মিনিটে আন্দোলন করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়।
মস্তফাপুর এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান- সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল এবং কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছিল শিক্ষার্থীরা। একে একে শহরের মস্তফাপুর মহাসড়কে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা সংস্কারে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। বিক্ষোভ মিছিল শুরুর ঠিক আগ মুহূর্তে শহর থেকে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের একটি মিছিল বের হয়। মিছিলের সামনে থেকে লাঠি হাতে নিতে পাল্টাপাল্টি ধাওয়া করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে পুলিশের বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। আন্দোলনকারীদের উদ্দেশ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে এ সময়।
হামলার সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা শিক্ষার্থীদের এলোপাতাড়িভাবে পেটাতে থাকে এবং তাদের ফেস্টুন ছিড়ে ফেল। পরে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। এর পর ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হামলায় আন্দোলনকারী পাঁচ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।