ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প নির্মাণে ৫ বছর অতিবাহিত হলেও এখনো কাংখিত ন্যায্য অধিকার পায়নি

প্রতিবেদক
admin
২৯ সেপ্টেম্বর ২০১৯, ৭:৩০ অপরাহ্ণ

Link Copied!

আবু বক্কর ছিদ্দিক,মহেশখালী :

স্থানীয় সুশিল সমাজ ও প্রকল্পে ক্ষতিগ্রস্ত জমির এবং শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেছেন দেশের বৃহত্তর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্টান কোল-পাওয়ার ও প্রকল্প অর্থায়নকারী সংস্থা জাইকা’র উচ্চ পর্যায়ের কর্মকর্তারা । ২৯ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ৯ টার সময় কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী মজিদিয়া সুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসার হল রুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয় । উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন , জাইকা’র দক্ষিণ এশিয়া বিষয়ক কর্মকর্তা সহ কোল-পাওয়ার জেনারেশন কোম্পানীর কর্মকর্তারা ।

কোল-পাওয়ার জেনারেশন কোম্পানীর প্রকল্প পরিচালক গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে , মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ । এতে অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , কক্সবাজার জেলা পরিষদের মহিলা সদস্য মাষ্টার মশরফা জন্নাত , মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম আবু হায়দার , সাবেক চেয়ারম্যান এনামুল হক চৌধুরী রুহুল , সাবেক চেয়ারম্যান কবির আহমদ , একশনএইড এর ম্যানেজার আযাদ আবুল কালাম , ইপসা’র প্রকল্প সমন্বয়কারী এম আজিজ সিকদার , আওয়ামীলীগ নেতা জিয়া উদ্দিন , মাষ্টার নুর বক্স , সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ সাহাব উদ্দিন , ৯নং ওয়ার্ড়ের ইউপি সদস্য হামেদ হোছাইন , শ্রমিকদের পক্ষে নুরুল আবছার , মোহাম্মদ আলী প্রমূখ । মতবিনিময় সভায় বক্তারা বলেন , মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অগ্রাধীকার ভিত্তিক উন্নয়নের মেঘা প্রকল্প নির্মাণে এতদাঞ্চলের উন্নয়ন তরান্বিত হবে এতে কোন সন্দেহ নেই । প্রকল্প নির্মাণ করতে গিয়ে জমির মালিক কিংবা শ্রমিকের যে ক্ষতি হবে সে দিকে লক্ষ্য করে তাদের কে যতাযত ক্ষতিপুরন ও পুনর্বাসন সহ শ্রমিকের ন্যায্য মুল্য পরিশোধ করার নির্দেশনা থাকলেও তা কোন ধরনের তোয়াক্কা করছে না বলে অভিযোগ করেন বক্তারা । তারা বলেন , মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ নির্মাণ কাজে ৫ বছর অতিবাহিত হলেও এখনো মাতারবাড়ীবাসির ন্যায্য মুলক ক্ষতিপুরন পরিশোধ করতে পারেনি কোল-পাওয়ার কর্তৃপক্ষ । প্রকল্পে যে ৪৫টি পরিবার উচ্ছেদ করা হয়েছে তাদের কে ১ বছর পরেই পুনর্বাসন করার কথা বললেও এখনো মাত্র ১০ টি পরিবার কে পুনর্বাসন করা হয়েছে । এতে বাকি ৩৫ টি পরিবারের পুনর্বাসন নিয়ে হতাশায় ভোগছেন তারা । শুধু তাই নয় , প্রকল্পের কাজে মাতারবাড়ীর চতুর্পাশে বেড়ীবাঁধ নির্মাণ করতে গিয়ে যে সমস্ত পানি নিষ্কাশনের স্লুইচগেট ও পলবোট বন্ধ করে দিয়েছে তার পরিবর্তে মাতারবাড়ীর পানি নিষ্কাশনের জন্য কোল-পাওয়ার জেনারেশন কোম্পানীর পক্ষ থেকে স্লুইচগেট নির্মাণের কথা থাকলেও সে স্লুইচগেটও তারা এখনো নির্মাণ করে দেয় নি । ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমে পুরো মাতারবাড়ীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে সিমাহীন দুর্ভোগ পোহাতে হয় এ দ্বীপবাসি কে । তাই অতি শীঘ্রই পানি নিষ্কাশনের জন্য স্লুইচগেট নির্মাণের দাবী জানান বক্তারা । তারা আরো বলেন , বিদ্যুৎ প্রকল্পে চাকরীরত শ্রমিকদের বেতন বৈষম্য দুর করে শ্রমিকদের বেতন বাড়াতে হবে । ক্ষতিগ্রস্ত জমির মালিক ও শ্রমিকের চেক নিতে হয়রানী বন্ধ করে আরো দ্রুত কাজের গতি বাড়ানোর আহবান জানান । দ্রুত মাতারবাড়ীর ভাঙ্গা বেড়ীবাঁধটি টেকসই ভাবে নির্মাণ করে দ্বীপবাসি কে বিপদ মুক্ত করতে আহবান জানিয়ে বক্তারা বলেন , মাতারবাড়ীর এক মাত্র সড়কটি অত্যান্ত ঝুকিঁপূর্ণ ও সরু হওয়ায় প্রায় সময় কোন না কোন জায়গায় ঘটছে দুর্ঘটনা , তার মধ্যে কয়লা বিদ্যুৎ প্রকল্পে ব্যবহারকৃত গাড়ি এই সড়ক দিয়ে যাতায়াত করায় আরো বেশী ঝুকির সম্মুখীন হচ্ছে ইউনিয়নবাসি । তাই কয়লা বিদ্যুৎ প্রকল্পে যাতায়াতের জন্য বিকল্প সড়ক ব্যবহার করতেও অনুরোধ জানান বক্তারা । কোল-পাওয়ার জেনারেশন কোম্পানীর প্রকল্প পরিচালক গোলাম কিবরিয়া বলেন , ক্ষতিগ্রস্ত জমির মালিক ও শ্রমিকের অভিযোগ সহ মাতারবাড়ীবাসির যে সমস্ত যুক্তিক অভিযোগ উপস্থাপন করা হয়েছে তা শীঘ্রই সে গুলো ধাপে ধাপে পুরণ করার আশ্বাস দেন । মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন , সাংবাদিক এম বশির উল্লাহ , পরিবেশ ও সংবাদকর্মী আবু বক্কর ছিদ্দিক , ৭নং ওয়ার্ড়ের ইউপি সদস্য শাহাদাত হোছাইন নাছির , মহিলা ইউপি সদস্য ছকুনতাছ আতিক , মানবাধিকার কর্মী মৌলানা মোঃ মহসিন , আলী আজগর প্রমূখ । পরে মাতারবাড়ীর ক্ষতিগ্রস্ত শ্রমিক ও জমির মালিকদের মাঝে চেক বিতরণ করেন কোল-পাওয়ার জেনারেশন কোম্পানীর কর্তৃপক্ষ ।

আরও পড়ুন

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।