আবু বক্কর ছিদ্দিক,মহেশখালী:
মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়ন পরিষদে গরীব, অসহায় জেলে পরিবারের মাঝে চাউল বিতরণ সম্পন্ন হয়েছে । প্রতি জনকে ২০ কেজি করে ১৪’শ গরীব অসহায় দুস্থ নারী-পুরুষদেরকে জি আর- ২০টন ও ভিজিএফ- ৬টন চাউল বিতরণ করা হয় ।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ’র উপস্থিতিতে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন,সরকার নিযুক্ত টেক অফিসার পজীব অফিসের কর্মকর্তা রুপজ খিসা, ইউপি সচিব মোহাম্মদ রশিদ,৭নং ওয়ার্ড়ের ইউপি সদস্য শাহাদাত হোছাইন নাছির, ৫নং ওয়ার্ড়ের ইউপি সদস্য নুরুল আবছার শিমুল,মহিলা ইউপি সদস্য ছকুনতাছ আতিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা এতে উপস্থিত ছিলেন। মাতারবাড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে চাউল বিতরণ করা হয়েছে।
১৯ অক্টোবর শনিবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে এই চাউল বিতরণ করা হয়েছে । বিতরণকালে চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ বলেন, অন্তত আমি যতদিন এই পরিষদে দায়িত্ব পালন করব ততদিন আল্লাহকে হাজির নাজির জেনে সকলের মাঝে সুষ্ট, সুন্দর ভাবে বিতরণ করা হবে, কারো ন্যায্য অধিকার খর্ব হবে না ইনশাহল্লাহ । এরপরেও কিছু কু-চক্রি মহল আমার বিরোদ্ধে অপ-প্রচার করেই যাচ্ছে । তাতে কিছুই আসে আর যাইনা আমি পরকালে আল্লাহকে জওয়াব দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছি ।