———
আবুল কাশেম,মহেশখালী।
১৩ই সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ২টায় শাপলাপুর মিঠাছড়ি ৩নং ওয়ার্ডের জহির মিয়া ও খতিজা বেগমের ৫ বছরের শিশু অতিবৃষ্টির কারণে সৃষ্ট পানির স্রোতে নিখোঁজ হয়েছে।
উল্লেখ্য, গত দুই দিন যাবৎ টানা বৃষ্টি হওয়ায় এলাকায় প্রচুর পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে। মিঠাছড়ি ওয়ার্ডের জহির মিয়ার বাড়ীর পাশ দিয়ে বয়ে গেছে একটা ছড়া, যেটা ধুইল্যাঝিরি ছড়া নামেই পরিচিত,
শুক্রবার আনুমানিক বিকাল ২টার দিকে, ২ জন ছোট শিশু পানির স্রোতে পড়ে যায়, একজন কোন রকম উঠতে পারলেও জহির মিয়ার ৫ বছরের শিশুটি উঠতে পারেনি,
গত কাল থেকে তারা নদীতে নৌকা নিয়ে খুঁজাখুঁজি করলেও এখনো পর্যন্ত খোজ মিলেনি।
এক্ষেত্রে জহির মিয়ার পরিবার প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।