ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

মহেশখালীতে শিক্ষক অপহরণ ; ১ লাখ টাকা মুক্তিপণ দাবি!

প্রতিবেদক
admin
১৭ সেপ্টেম্বর ২০২২, ১০:১১ পূর্বাহ্ণ

Link Copied!

মোহাম্মদ ফারুক আজম ঃ

মহেশখালী মাতারবাড়ি মজিদিয়া সুন্নিয়া সিনিয়র (আলিম)মাদ্রাসার শিক্ষককে অপহর করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। অপহ্নত শিক্ষকের নাম নরুল বশর (৩৪)

জানা যায়, চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নের বাসিন্দা হাজ্বী আব্দু সমাতের পুত্র নুরুল বশর। তিনি দীর্ঘ ১ বছর যাবৎ মাতারবাড়ি মজিদিয়া মাদ্রাসায় শিক্ষকতা করে আসতেছেন।

গত বুধবার সন্ধা ৮টার দিকে অপরিচিত একটা নাম্বার হতে কে বা কার ফোন আসলে তিনি মাদ্রাসা হোষ্টেল হয়ে বাড়ি যাওয়ার পথে অপহরণের শিকার হয়। এই নিয়ে মহেশখালী থানায় সাধারণ ডায়রী নিয়ে ভোর হতে অপেক্ষা করলে এখনও পযন্ত জিডি গ্রহণ করেনি বলে জানান স্বজনরা।

শিক্ষক নরুল বশরের ভাই জানান,গত (জুমাবার) রাতে হঠাৎ আমার ভাই নরুল বশরের নাম্বার হতে ফোন আসে। রিসিভ করার সাথে-সাথে দুর্বৃত্তরা বলেন আমরা তুর ভাইকে অপহরণ করেছি। আজ সকাল ১০ টার মধ্যে মুক্তিপণ হিসাবে ১ লাখ টাকা দাবি করেন । গত রাত চকরিয়া থানা নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করে কোথাও পাইনি।সকাল টার দিকে 01613754726 নাম্বার থেকে ফোন করে বিকাশে আমার ভাই নুরুল বশর কে পেতে হলে ১ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল হায়দার জানান, গতরাতে শিক্ষক নুরুল বশরের নাম্বার হতে আমার মোবাইলে ফোন আসে অপহরণ কারাী জানান ২ লাখ টাকা দিতে হবে। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন এই বিষয়ে মাদ্রাসার পক্ষ হতে কোন লিখিত বা মৌখিক কোথাও অবহিত করা হয়নি।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোবাইলে যোগাযোগ করলে (আজঃ৯ ৫০টার সময়) জি.এম ছমি উদ্দিন জানান,তিনি এই বিষয়ে অবগত নন।

তার পরিবার ও শিক্ষক মহল নুরুল বশরকে দুর্বৃত্তের হাত থেকে সুস্থভাবে মুক্তি পেতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

বাড়ছে মাদকের বিস্তার, অনিরাপদ হয়ে উঠছে চবি ক্যাম্পাস

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই