আবুল কাশেম -মহেশখালী, ককসবাজার।
বৈষম্য বিরোধী ছাত্র uআন্দোলনে মহেশখালী উপজেলার একমাত্র শহীদ তানভীর ছিদ্দিকীর পরিবারের কাছে বীরনিবাস হস্তান্তর করছে বাংলাদেশ নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা।
১১অক্টোবর রোজ:জুমাবার বিকাল ০৩টায়,নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার নিজস্ব অর্থায়নে শহীদ তানভীরের পিতার নিকট "বীরনিবাস"হস্তান্তর করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমোডর মো:খুরশিদ মালিক,বিএন,(অব:) সভাপতি নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মুহসিনুল হাবীব,বিএন,(অব:) মহাসচিব নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণসংস্থা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মো:শহিদুল ইসলাম,বিএন,(অব:) নির্বাহী সহ সভাপতি নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন। শহীদ তানভীরের গর্বিত পিতা বাদশা মিয়া ও শহীদ তানভীর ছিদ্দিকী ফাউন্ডেশনের সভাপতি ইন্জিনিযার শফিউল্লাহ রাজু এবং সাধারণ সম্পাদক তারেক আজিজ ছিদ্দিকীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় তারা নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০