নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার কক্সবাজার শহরের উদ্যাগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ করেছে।
আজ ১৬ ডিসেম্বর সকাল ১০টায় শহর সভাপতি সরওয়ার কামাল সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল হকের সঞ্চালনায় বাজারঘাটা থেকে র্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফজল মার্কেট চত্বরে সমাবেশ মাধ্যমে শেষ হয়।
র্যালী উত্তর সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর।
বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণের সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মহসিন, সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, উপদেষ্টা শহিদুল ইসলাম, নুরুল আমীন, আজিজুর রহমান, দর্জি শ্রমিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন, কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়ন সভাপতি এডভোকেট মামুনুর রশীদ মামুন, সাবেক ছাত্রনেতা তৈয়ব উল্লাহ।
উপস্থিত ছিলেন পেশাজীবী নেতা মোজাম্মেল হক, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম, কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, শ্রমিক নেতা আমীর আহমেদ, বেলাল উদ্দিন, আবদুর রহিম, এস এম জাফর আলম, নবী হোসেন, নুর হোছাইন, নুরুল আমীন, গোলাম মোস্তফা, ফেরদৌস আলম, শহিদুল ইসলাম প্রমুখ।