সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা পরিষদ নিয়ন্ত্রণাধীন শাহপরীর দ্বীপের জেটি ইজারা সংক্রান্ত বিতর্কে নিজের বিরুদ্ধে ‘মনগড়া অপপ্রচার’ চালানোর অভিযোগ তুলেছেন আনোয়ার হোছাইন বাপ্পি ।
তিনি দাবি করেছেন, জেলা পরিষদের সর্বোচ্চ রাজস্ব আদায়ে সহযোগিতা করতে গিয়েই একটি ‘কুচক্রী মহলের’ মিথ্যা প্রচারণার শিকার হচ্ছেন। একইসঙ্গে তিনি এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
সম্প্রতি বর্তমান সময়ে কক্সবাজার জেলা পরিষদ নিয়ন্ত্রণাধীন শাহপরীর দ্বীপের জেটি ইজারার নোটিশ প্রকাশ হলে, সেই নোটিশের আলোকে ইজারাদাররা ইজারা সম্পন্ন করেন। এই প্রক্রিয়ায় জাহেদ হোসাইন নামের একজন সর্বোচ্চ দরে উক্ত জেটি ঘাটের বরাদ্দ পান। তবে পরবর্তীতে কিছু ইজারাদার জেলা প্রশাসনে অভিযোগ জানালে প্রথম ধাপের ইজারা বাতিল করে নতুন নোটিশ জারি করে জেলা পরিষদ।
জেলা পরিষদের এই নোটিশের কার্যকারিতা চ্যালেঞ্জ করে সংক্ষুব্ধ ইজারাদাররা হাইকোর্টে রিট দায়ের করেন। মাননীয় হাইকোর্ট ডিভিশন তখন জেলা পরিষদের নতুন নোটিশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন।
এই পরিস্থিতিতে জেলা পরিষদ তাদের ঘাটের সরকারি রাজস্ব আদায় নিশ্চিত করার জন্য অফিসের একজন স্টাফের নামে চিঠি ইস্যু করে। ওই ব্যক্তি জানান, তাকেও সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় প্রতিনিধি হিসেবে একটি চিঠি ইস্যু করা হয়।
তিনি দাবি করেন, এই চিঠির আলোকে তিনি এ যাবৎ পর্যন্ত জেলা পরিষদের সর্বোচ্চ টোল আদায় করে সরকারি তহবিলে জমা দিয়েছেন।
তবে তার এই কার্যক্রমে স্থানীয় কিছু কুচক্রী মহল অসন্তুষ্ট হয়েছে বলে অভিযোগ ওই ব্যক্তির।
তিনি বলেন, “আমার কারণে অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে আমাকে সামাজিকভাবে হেয় করার কু-মানসে মিথ্যা কল্পকাহিনি বানিয়ে তিলকে তাল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
তিনি আরও কঠোর ভাষায় বলেন, “যারা মিথ্যা বানোয়াট স্বৈরাচারের দোসর হয়ে বিগত ১৬ বছর টেকনাফকে শোষণ করে খেয়েছেন, তারা বর্তমানে সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। আমার উপর যা ইচ্ছে লিখে যাবেন তা হবেনা।”
তিনি দৃঢ়ভাবে জানান, ইনশাআল্লাহ তিনি এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবেন এবং মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।