মো. সাইফুল ইসলাম(ভোলা প্রতিনিধি):
-ভোলার ভেদুরিয়া থেকে বরিশাল লঞ্চ যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।শুক্রবার ভোলা প্রশাসনিক নেতৃত্বে লঞ্চ চলাচল নিষিদ্ধ করা হয়।সকাল থেকেই লঞ্চ চলাচল বিচ্ছিন্ন রয়েছে।এর পাশাপাশি দূর-পাল্লার বাস গুলোকেও চলাচল নিষিদ্ধ করা হয়েছে।ফলে যাত্রীরা পরছেন বিপাকে।নিরাপত্তার স্বার্থে ও আইন শৃঙ্খলা রক্ষার্থে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে ভোলা প্রশাসন।
ভোলার বোরহানউদ্দিনের ঘটনাকে কেন্দ্র করে ইসলামি আন্দোলন বাংলাদেশের সমাবেশ হওয়ার কথা ছিল শুক্রবার।তাই ভোলার আইন শৃঙ্খলা রক্ষায় সকল সভা,সমাবেশ নিষিদ্ধ করে এ ব্যবস্থা নিয়েছে ভোলা প্রশাসন।জেলা প্রশাসক মো. মাকসুদুল আলম এক বিবৃতিতে ভোলায় সমাবেশ করা নিষিদ্ধ ঘোষনা করেন।বিবৃতিতে যা উল্লেখ করেন তা এখানে হুবহু লিখা হল “উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিত জানানো যাচ্ছে যে,বোরহানউদ্দিন উপজেলায় গত ২০-১০-১৯ খ্রি উদ্ভত পরিস্থিতির প্রেক্ষিতে ভোলা জেলার আইন শৃঙ্খলা স্বার্থে আপাতত;সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না।এ কারনে ২৫-১০-১৯ খ্রি তারিখ ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আপনাদেন আয়োজন অনুমতি বিষয়টি না-মঞ্জুর করা হল।”
এ বিষয়ে অবগত করা হয়েছে মাওলানা তাজউদ্দিন ফারুকী-সদস্য সচিব সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ ভোলা,মাওলানা মো. তৈয়বুর রহমান-যুগ্ম আহ্বায়ক সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ ভোলা।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জানানো হয়েছে: বিভাগীয় কমিশনার বরিশাল,জেলা কমান্ডার কোষ্টগার্ড দক্ষিন জোন ভোলা,পুলিশ সুপার ভোলা,কমান্ডার RAB 8 বরিশাল,কমান্ডার বিজিবি ভোলা,এনএসআই সহ ভিডিপি ও আনসারকে।
তবে পরিস্থিতি সামাল দিতে কড়া নজরদারি রাখা হচ্ছে। যাতে করে কোন প্রকার অপৃত্তিকর ঘটনা না ঘটে।এ জন্য প্রত্যেক যায়গায় বসানো হয়েছে প্রশকসনিক টহল।বাড়ানো হয়েছে নিরাপত্তা।
উল্লেখ্য, ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় অভিযোগের দায়ে বিপ্লব চন্দ্র শুভ ও হ্যাকার সহ ৫ জনকে ৩দিনের রিমান্ড দেয় আদালত।গতকাল বৃহস্পতিবার এই রায় দেন ভোলা আদালত।