মো. সাইফুল ইসলাম(ভোলা প্রতিনিধি):-
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে গাছ থেকে পরে এক শ্রমিক মারা যান। বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ০৩নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মোঃ রুহুল আমিন (৫০)। সে পশ্চিম ইলিশা ইউনিয়নের চর পাতা গ্রামের মফিজুল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, স্থানীয় মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আবুল খায়েলের বাড়ির বাগানের গাছ কাটতে শ্রমিক হিসেবে রুহুল আমিনকে নেওয়া হয়। সকাল নয়টার দিকে রুহুল আমিন গাছ কাটতে গাছে উঠেন। বেলা সাড়ে এগারোটা দিকে আবুল খায়েলের স্ত্রী খাবার খেতে শ্রমিক রুহুল আমিনকে ডাকতে বাগানে যায়। গিয়ে রুহুল আমিনকে গাছের পাশে থাকা পুকুরে ভাসছে দেখতে পান। নিহত রুহুল আমিনের মুখে, গলায় ও মাথায় অনেক কাটা জনিত আঘাত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এনায়েত হোসেন। তিনি জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।