মো. সাইফুল ইসলাম(ভোলা প্রতিনিধি):
-ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সোমবার সকাল ০৯ টার সময় ০২ নং সাচড়া ইউনিয়নের চর রগঙ্গাপুর বেড়ীবাধে,ছাচাই বাড়ীতে এ ঘটনা ঘটে। একটি গাছের ডাল কাটতে উঠে বিদুৎস্পৃষ্টে নিহত হন আঃ মজিদ নামে এক ব্যক্তি। আঃ মজিদ ( ৫০) তার বাড়ী ০৩ নং ওয়ার্ড করিমউদ্দিন ফকির বাড়ী।এসময় পাশে থাকা বিদ্যুৎ লাইনের ১১০০০ হাজার হাই ভোল্টেজ এর তারের সাথে শক্ খেয়ে তার বাম হাত টি পুড়ে যায় এবং ঘটনাস্থলেই সে মৃত্যুবরন করেন।
গাছের মালিক মোস্তফা জানান,এই লাইনে বিদ্যুৎ নেই তাই মজিদ নির্ভয়ে গাছ কাটা শুরু করে। গতকাল একই সময়ে ওহাব মাঝির ছেলে একটি নারিকেল গাছ কাটার সময়,বিদ্যুৎ লাইন ছিড়ে ফেলে।
পল্লী বিদ্যুৎ অফিসে আমরা ফোন দিলে তারা এসে সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়,আজ একই স্থানে অন্য লাইনে মজিদ নামের আরেক লোক বিদ্যুৎস্পৃষ্ট হন।
এই ব্যপারে জানতে বিদ্যুৎ অফিসে ফোন করলে বোরহানউদ্দিন পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা জানান, কেউ যদি কাছ কাটে তারা আমাদেরকে অন্তত ১ দিন আগে,লিখিতভাবে অভিযোগ করতে হবে।
এরকম কোনো অভিযোগ আমরা পাই নাই,এবং কেহ মোবাইলে ও আমাদেরকে বলে নাই।
পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আরো জানান,দুর্ঘটনা ঘটার পর স্থানীয় ইউপি সদস্য আমাকে ফোন করেছে।তার ফোন পেয়ে আমি ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছি।
স্থানীয়দের দাবি অসচেতনার অভাবেই করুন মৃত্যু হয় আঃ মজিদের।