মো.সাইফুল ইসলাম(ভোলা প্রতিনিধি):-
ভোলা চরফ্যাশনে জলবায়ু ন্যায্যতা আদায়ে ক্লাইমেট স্ট্রাইক অনুষ্টিত হয়েছে। আজ(২১সেপ্টেম্বর) শনিবার সকাল ১০টায় “বেচেঁ থাকার অধিকার, চাই জলবায়ু সুবিচার”, স্লোগানকে সামনে রেখে জলবায়ু ন্যায্যতা আদায়ের লক্ষ্যে ভোলা চরফ্যাসন উপ জেলায় যৌথ ভাবে ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ও লিটল সিটিজেন্স ফর ক্লাইমেটের ব্রোজগোপাল টাউন হল চত্বরে ক্লাইমেট স্ট্রাইক সপ্তাহ অনুষ্ঠিত হয়। এসময় লিটল সিটিজেনস ফর ক্লাইমেট বাংলাদেশ এম্বাসেডর সানজিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, সামাজিক সংগঠন, রোভার স্কাউটের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়াও তরুনদের আয়োজিত এ স্ট্রাইকে যোগদান করেন চরফ্যাসন পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর আক্তারুল আলম সামু, সাংবাদিক সোয়েব চৌধুরী, সাইফুল ইসলাম রুবেলসহ ছাত্রনেতা হাসান মাহমুদ বাবু প্রমুখ।
অনুষ্ঠিত স্ট্রাইকে জলবায়ু ন্যায্যতা আদায়ের দাবি জানান তরুনরা। জলবায়ু পরিবর্তনে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় জলবায়ু পরিবর্তন এর দিকে লক্ষ্য রাখার জন্য আহবান জানান তারা।
এছাড়াও লিটল সিটিজেন্স ফর ক্লাইমেটের জলবায়ু কর্মীরা তাদের কাজকে আরো গতিশীল করার লক্ষ্যে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতি সার্বিক সহযোগিতার আহ্বান জানান।