ঢাকাশুক্রবার , ১১ অক্টোবর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ভুরুঙ্গামারীতে এমপিওভুক্ত ৮ শিক্ষা প্রতিষ্ঠান

প্রতিবেদক
নিউজ এডিটর
২৭ অক্টোবর ২০১৯, ২:০৩ পূর্বাহ্ণ

Link Copied!

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি:

গত ২৩ অক্টোবর ২০১৯ ঘোষিত এমপিওভুক্তির তালিকায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে।

এমপিওভুক্তির সংবাদে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মাঝে আনন্দের বন্যা বইছে।

জানা গেছে, দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ৫টি বি এম টেকনিক্যাল কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি দাখিল মাদরাসাসহ মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-

এফ এ টেকনিক্যাল এন্ড আইটি ইন্সটিটিউট, এফ এ মহিলা টেকনিক্যাল এন্ড আইটি ইন্সটিটিউট, ভুরুঙ্গামারী মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ, ভুরুঙ্গামারী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, শহীদ লেঃ সামাদ নগর টেকনিক্যাল এন্ড বিএম ইন্সটিটিউট ও ভোটহাট দাখিল মাদ্রাসা, শহীদ লেঃ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়, কাশিমবাজার উচ্চ বিদ্যালয়।

অত্র এমপিওভুক্ত ৮ শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তরা প্রতিষ্ঠা লগ্ন থেকে অক্লান্ত পরিশ্রম করে স্বেচ্ছাশ্রমে শিক্ষার্থীদের নিয়মিতভাবে পাঠদান করে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আসছেন এতে প্রতিবছর ফলাফল অনেক ভালো এবং শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়ন করায় উপজেলায় ব্যাপক সু-নাম অর্জন করতে সক্ষম হয়েছেন।

এমপিওভুক্তি বিষয়ে শহীদ লেঃ সামাদ নগর টেকনিক্যাল এন্ড বিএম ইন্সটিটিউটর অধ্যক্ষ মোশাররফ হোসেন বাবু বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছেন। সরকার বিভিন্ন সময়ে শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করছেন। তারই ধারাবাহিকতায় ভুরুঙ্গামারী উপজেলায় ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির অন্তর্ভুক্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতার মা কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এফ এ টেকনিক্যাল এন্ড আইটি ইন্সটিটিউট অধ্যক্ষ আল মামুন বলেন, দীর্ঘদিন ধরে এমপিওবিহীন ছিলাম। সরকার এমপিও দেয়ায় আমিসহ আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক আনন্দিত। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাই।

ভুরুঙ্গামারী মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আজাদুল হক এবং ভুরুঙ্গামারী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম প্রবাল বলেন, মহান আল্লাহ্র অশেষ রহমতে প্রতিষ্ঠানগুলো এমপিওভূক্ত হয়েছে। প্রধামনন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

81 Views

আরও পড়ুন

রিয়েলিটি শো বিউটি কুইনের দ্বিতীয় অডিশন ১৮ অক্টোবর

জবিস্থ বরগুনা জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে নাঈম-আলিফ

অন্ধকার থেকে আলোয়: তীব্র বিষন্নতা ও পুনরুদ্ধারের পথ

শান্তিগঞ্জে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৪ বাস্তবায়নে উপজেলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর

গাজীপুরের তারাগঞ্জ অঞ্চলের আলোকিত মানুষ এম আর খান কবির মিয়া

কাপাসিয়া ও বঙ্গতাজ কলেজের সভাপতি হলেন রিয়াজ ও বিদ্যোৎসাহী সদস্য পেরা

তিতুমীর কলেজস্থ নড়াইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে রনি ও আশিক

মাদারীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আংশিক কমিটি ঘোষণা

পুজা উদযাপন কমিটির সাথে উখিয়া উপজেলা জামায়াতের মতবিনিময়’

বন্যায় ভেসে গেছে ৭১ কোটি টাকার মাছ

টঙ্গীতে ময়লা-আবর্জনায় ভরা ড্রেন, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা পরিষ্কারে সৌদি মসজিদের খতিব