ছাইদুর রহমান-ব্রাহ্মণপাড়া:
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাজঘর গ্রামে প্রায় অর্ধ কোটি টাকায় নির্মাণ হচ্ছে মডেল ঈদগাহ।সাজঘর গ্রামের কৃতি সন্তান কুমিল্লা মেডিকেল কলেজের সার্জন, নাক কান গলা বিশেষজ্ঞ ডা: গোলাম সারোয়ার সরকার এর নেতৃত্বে এবং গ্রামের আরো দেশ ও প্রবাসী ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় চলছে এ নির্মাণ কাজ।
২৯ জুন ২০২৩ ইংরেজি রোজ বৃহস্পতিবার ঈদুল আজহার নামাজের সময় মডেল ঈদগাহ নির্মাণের বিষয়টি নিয়ে আলোচনা করেন ডাক্তার গোলাম সারোয়ার সরকার।
মডেলে ঈদগাহ নির্মাণের জন্য আর্থিক অনুদান চাইলে গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সহযোগিতা করেন, এ সময় ডাক্তার গোলাম সারোয়ার সরকার সহ চৌব্বাস জাহান উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুর রহমান সেলিম, মাওলানা আব্দুল হান্নান, এনামুল হক নুরুনবী, শরিফ আহমদ সহ আরোও অনেকেই ঈদগাহে মুসল্লিদের কাছে আর্থিক সহযোগিতার জন্য উদাত্ত্ব আহ্বান জানান।
এ সময় ডাক্তার গোলাম সারোয়ার জানান, আমরা আপনাদের আর্থিক সহযোগিতায় একটি মডেল ঈদগাহ রূপান্তর করতে চেষ্টা করছি। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমাদের ঈদগাহকে একটি মডেল ঈদগাহে পরিনত পরিণত করতে পারবো। আমরা এ পর্যন্ত আপনাদের কাছ থেকে যত টাকা পেয়েছি সবই ঈদগাহের কাজের পেছনে খরচ করেছি আপনারা অনুদান দিয়েছেন আরো দিবেন এটাই আমরা প্রত্যাশা করে সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ দিয়ে আলোচনা শেষ করেন।