বোয়ালখালী সংবাদদাতা :
চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে বদ্ধ পরিকর। ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। কারণ প্রাইমারিতে অধ্যয়নরত শিক্ষার্থীরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ। তাই প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে সুশিক্ষিত জাতি এবং স্মার্ট নাগরিক গড়তে সকল শিক্ষক ও অভিভাবককে একযোগে কাজ করতে হবে।
বুধবার বোয়ালখালী উপজেলা শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে (স্বাধীনতা) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া। প্রধান শিক্ষিকা ইসমাত ফারজানার সঞ্চালনায় বক্তব্য রাখেন পাহাড়তলী থানার সহকারী থানা শিক্ষা অফিসার এস আর রাশেদ, বোয়ালখালীর সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাহেদা অফিসার, প্রধান শিক্ষক নজির আহমদ, সৈয়দ মো. নুরুল হুদা চৌধুরী, করবী পাল। এসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিকাশ ধর, শাহরিয়ার সুলতানাসহ বোয়ালখালীর ১০৭টি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকবৃন্দ।