বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বোয়ালখালীতে গাছ থেকে পড়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম অলক কান্তি নাথ (৪৫)। সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড মুরাদ মুন্সির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অলক কান্তি নাথ পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ড চুরাখালী নাথ পাড়ার মৃত মানিক নাথের ছেলে।
গাছের মালিক জানান, তিনি পেশায় একজন দিনমজুর। এলাকায় বিভিন্ন মানুষের গাছ কাটতেন । সকালে তাদের গাছ কাটতে এসেছিলেন। গাছ কাটার সময় তিনি পড়ে যান।
রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা ইয়াছমিন তাকে মৃত ঘোষণা করেন।