সাগর চন্দ্র রায়,নীলফামারী :
রামকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জ্বলছে শিক্ষার আলো। নীলফামারীর সদর উপজেলার ৩ নং খোকশাবাড়ী ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে অবস্থিত হতভাগ্য রামকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
খোকশাবাড়ী ইউনিয়নে ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার মধ্যে শুধু একটাই বিদ্যুৎ বিহীন বিদ্যালয় রামকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়। রামকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম বলেন,আমাদের রামকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই জন শিক্ষক আর দুই জন শিক্ষিকা এবং দপ্তরী ১ জন মোট ছাত্র ছাত্রী ১১৭ জন। আমরা সবাই কষ্টের সাথে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। শিক্ষক শিক্ষিকা দপ্তরী ছাত্র ছাত্রী আমরা সবাই নিত্যদিন গরমের যন্ত্রণার সাথে যুদ্ধ করে এ স্কুলের পাঠদান চালিয়ে যাচ্ছি।
বৃষ্টি হলে তেমন একটা কষ্ট হয় না কিন্তু সামান্য একটু রোদের তাপ ওঠলেই ছাত্র ছাত্রী এবং আমরা শিক্ষক শিক্ষিকারা পাঠ দানে অক্ষম হয়ে পড়ি। শিক্ষকরা ক্লাস নিতে গেলে ছোট ছোট বাচ্চারা আমাদের বলে স্যার বিদ্যুৎ কবে আসবে, ফ্যান ঘুরবে কবে। মিথ্যা শান্তনা দিয়ে ক্লাস নিতে হয় নিত্যদিন।
অভিভাবকরা অনেকই অভিযোগ করেন বিদ্যুৎ ব্যবস্থা করুন না হলে আমাদের ছেলে মেয়েদেরকে অন্য স্কুলে দিতে হবে। বিদ্যুৎ না থাকায় ছাত্র ছাত্রীরা স্কুলে আসতে চায় না।
এ অবস্থায় বিদ্যুৎবিহীন এ স্কুলে ছাত্র- শিক্ষক, এলাকাবাসী সকলের দাবী, যেন দ্রুত এই শিক্ষা প্রতিষ্ঠানকে বিদ্যুতের আলোতে আলোকিত করা হয়।।