মোস্তাকিন হোসেন,হিলি সংবাদদাতা
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ভারত থেকে ফিরে আনা হলো বাংলাদেশের চায়না বেগম নামের এক নারীর তিনটি ছাগলকে। পরে স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলাম এর কাছে ছাগলগুলো হস্তান্তর করেন বিজিবির সদস্যরা। এরপর ছাগলের মালিক চায়না বেগমের কাছে বুঝিয়ে দেন কাউন্সিল।
আজ মঙ্গলবার দুপুরে হিলি সীমান্তের ৬নং বিজিবি পোস্টে সীমান্তের শূণ্য রেখায় বিএসএফের এসআই রাজেস বালুদাহ বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমানের হাতে ছাগলগুলো বুঝিয়ে দেন।
ছাগলের মালিক চায়না বেগম ধরন্দা এলাকার বাসিন্দা তিনি বলেন, ছাগল তিনটি গতকাল খাবারে খেতে বাসা থেকে বের হয়ে যায়,পরে অনেক খোঁজাখুঁজির পর ভারতে চলে গেছে জানতে পেরে বিজিবি সদস্যদের বিষয়টি অবহিত করলে তারা আজকে পতাকা বৈঠকের মাধ্যমে আমার ছাগলগুলো ফিরে এনে দেয়। ছাগল গুলো পেয়ে আমি অনেক খুশি।
হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমান বলেন,এক মহিলার তিনটি ছাগল ভারতে চলে যায় সেগুলো বিএসএফ সদস্যরা তাদের হেফাজত রাখে আজ মঙ্গলবার তাদের সাথে যোগাযোগে মাধ্যমে ছাগলগুলো ফিরিয়ে আনা হয় এবং স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে ছাগল গুলো পরিবারটিকে বুঝিয়ে দেওয়া হয়েছে।