গত ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৩ বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পাঁচদিনব্যাপী কর্মসূচি চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালাপাড়া কেন্দ্রীয় বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সমাপনী দিবসে বায়তুশ শরফের রাহবার শায়খ আল্লামা আবদুল হাই নদভী (মা.জি.আ) বলেন, সাইয়্যিদুল মুরসালীন হজরত মুহাম্মদ (সাঃ) প্রেরিত হয়েছেন বিশ্বের নবী হিসেবে। তিনি ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। মানব ইতিহাসের ঘোর অন্ধকারতম সময়ে ৫৭০ খ্রিস্টাব্দে তার জন্ম। তিনি কেবল আরব বিশ্বে নয়, বরং সমগ্র বিশ্বের মানবমন্ডলীর মুক্তির দিশা দান করেন। রাহবারে বায়তুশ শরফ বলেন যুগে যুগে নবী প্রেমিরা মহানবী (সাঃ) এর শানে হামদ, না’ত, কাবিতা, আজিমুশ শান ওয়াজ মাহফিল করে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে আসছেন! সেই ধারা অব্যাহত রাখার নিমিত্তে বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ দীর্ঘ ৩৮ বছরের ন্যয় এবারও পাঁচ দিন ব্যাপী তামাদ্দুনিক প্রতিযোগিতা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আজিমুশশান ওয়াজ এবং দোয়া মাহফিল আয়োজন করেছে।
বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত পাঁচদিনব্যাপি অনুষ্ঠানের প্রথম দিন মাদরাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আরবী বিভাগের অধ্যাপক ও সুনামধন্য আলেম-এ দীন হযরত মাওলানা ডা.আ ক ম আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী।
দ্বিতীয় দিন বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার ছাত্রদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পাখ-পাখালির আসর এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলশী ক্লাব লিমিটেড এর প্রেসিডেন্ট আলহাজ্ব শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং মেডিকেল কলেজ এর জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ রেজাউল করিম আজাদ।
তৃতীয় দিন দেশের প্রখ্যাত শিল্পীদের পরিবেশনায় শানে মোস্তফা (সা.) অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং মেডিকেল কলেজ এর সম্মানিত সভাপতি আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।
চতুর্থ দিন বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় দেশখ্যাত চারজন গুণী ব্যক্তির সম্মানে গুণীজন সংবর্ধনা ও বায়তুশ শরফ স্বর্ণপদক প্রদান এর আয়োজন করা হয়। ইসলামী আলোচনা, সাহিত্য এবং সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ কওমী মাদ্রাসা বোর্ড (বেফাক) এর মহাপরিচালক, হযরত মাওলানা ওবায়দুর রহমান খান নদভী, বরেণ্য শিল্পোদ্যোক্তা হিসেবে দেশের জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় এফবিসিসিআই এর সভাপতি জনাব, মাহবুবুল আলম, প্রখ্যাত শিক্ষাবিদ ও আলেমেদ্বীন হিসেবে কোরআন হাদিস ও আরবি সাহিত্য চর্চায় বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আরবি বিভাগের প্রফেসর, ডক্টর মোহাম্মদ ইউনুস,মানবতাবাদী চিকিৎসক হিসেবে সকল শ্রেণীর রোগীর কল্যাণ ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এর রোগী কল্যাণ সমিতির সম্মানিত সহ-সভাপতি ডাক্তার তৈয়ব সিকদার-কে গুণীজন সংবর্ধনা ও বায়তুশ শরফ স্বর্ণপদক প্রদান করা হয়।
পঞ্চম দিন আজীমুশশান ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ বরণ্যে সম্মানিত ওলামায়ে কেরামগণ নবী মুহাম্মদ (সা.) এর জন্মের ইতিহাস সহ জীবনের বিভিন্ন ঘটনা এবং আমাদের করনীয় বিষয়ে দীর্ঘ আলোচনা করেন।
পীর সাহেব এর সভাপতিত্বে কেন্দ্রীয় বায়তুশ শরফ প্রাঙ্গন (ধনিয়ালাপাড়া, চট্টগ্রাম) এ অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজন গত ২৪/০৯/২৩ইং তারিখ রবিবার থেকে শুরু হয়ে ২৮/০৯/২৩ইং তারিখ বৃহস্পতিবার সমাপ্ত হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফ এর সম্মানিত পীর, রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা আবদুল হাই নদভী (মা.জি.আ)। এতে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।