শেখ সাইফুল ইসলাম কবির. স্টাফ রিপোর্টার,বাগেরহাট:
বাগেরহাটে কারাগারে মাদক মামলার আসামী আলাল শেখ (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সে বাগেরহাটের রামপাল উপজেলার শোলাকুড়া গ্রামের আফাজউদ্দিন শেখের ছেলে।
বাগেরহাট কারাগারের জেলার মো. মহিউদ্দিন বলেন, গত ১৬ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ১৯ (১) ৭ (ক) আইনের মামলায় আলাল শেখ কারাগারে আসেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে হাজতি আলাল শেখ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই পৌনে দশটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যায়। তিনি আরও বলেন, মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।##