শেখ সাইফুল ইসলাম কবির.স্টাফ রিপোর্টার,বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী অজিয়ার শিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেছে ওই শিক্ষার্থীর পিতা। পুলিশ অভিযুক্ত অজিয়ার শিকদারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। গ্রেফতারের পরে আসামীর পরিবারের পক্ষ থেকে নির্যাতিত শিক্ষার্থীর পরিবারকে হুমকী-ধামকী দেওয়া হচ্ছে।
অভিযোগ থেকে জানা যায়, গত ২৮ আগস্ট বুধবার ওই শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার সময় পঞ্চকরণ গ্রামের অজিয়ার শিকদার তার স্ত্রীর অসুস্থ্যতার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন দৌড়ে আসলে অজিয়ার পালিয়ে যায়। ওই শিক্ষার্থী বিষয়টি পরিবারের কাছে জানায়। পরে তার পিতা মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়েরের পরে আসামী গ্রেফতার করা হয়েছে। যদি কেউ হুমকী ধামকী দিয়ে থাকে তাহলে খোজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।#