ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বহিষ্কারাদেশ প্রত্যাহার: সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা আরিফুল ইসলাম জুয়েলের প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ

Link Copied!

বহিষ্কারাদেশ প্রত্যাহার: সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা আরিফুল ইসলাম জুয়েলের প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল
এম এ মোতালিব ভুইয়া :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বগুলা রোসমত আলী রামসুন্দর স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এবং পেস্কারগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আরিফুল ইসলাম জুয়েলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। ফলে তাঁর প্রাথমিক সদস্য পদসহ দলের সকল সাংগঠনিক অধিকার পুনর্বহাল হয়েছে।

গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখে কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা একপত্রে জানানো হয়, পূর্বে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্য পদসহ সব স্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে তাঁর দাখিল করা আবেদন পর্যালোচনায় দলের নীতিনির্ধারকরা সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করেন। যথাযথ প্রক্রিয়া শেষে তাঁর ওপর থেকে শাস্তিমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ওই চিঠির অনুলিপি সুনামগঞ্জ জেলা বিএনপিসহ সংশ্লিষ্ট সকল পর্যায়ের নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে। এছাড়া সিলেট ও সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছেও চিঠিটি প্রেরণ করা হয়েছে।

নেতাকর্মীরা জানান, দলের এই সিদ্ধান্তে স্থানীয় বিএনপি অঙ্গনে স্বস্তি ফিরে এসেছে।

পুনর্বহাল বিষয়ে আরিফুল ইসলাম জুয়েল বলেন,
দলের প্রতি আমার আস্থা, বিশ্বাস ও কমিটমেন্ট সবসময় ছিল। আমাকে পুনর্বহাল করার জন্য কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই। দল ও দেশের স্বার্থে আরও শক্তভাবে কাজ করে যেতে চাই।

আরও পড়ুন

নিভৃতে ভেসে যায় জীবন

দোয়ারাবাজার সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রধান উপদেষ্টার ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী-ড. হামিদ আযাদ

চকরিয়া নব প্রজন্ম মেধাবৃত্তি পরীক্ষা-২৫ অনুষ্ঠিত

জুলাই সনদের স্পষ্ট ব্যাখ্যা দিলে স্বাক্ষর করবে এনসিপি

বাড়ছে মাদকের বিস্তার, অনিরাপদ হয়ে উঠছে চবি ক্যাম্পাস

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা