ঢাকাশনিবার , ২৭ জুলাই ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বরিশালে টিআইবির সহযোগিতায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত!

প্রতিবেদক
নিউজ ভিশন
২৮ সেপ্টেম্বর ২০১৯, ৮:৫৩ অপরাহ্ণ

Link Copied!

বরিশাল :
বরিশাল: র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।

সকাল সাড়ে ৯টায় বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নেতৃত্বে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়।

র‌্যালি শেষে সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে জেলা প্রশাসনের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মন্ডল, সনাকের সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন সনাক সদস্য অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন, বরিশার মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল প্রমুখ।

তথ্য অধিকার আইন নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার-সিই মো. মনিরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরিশাল জেরা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, বরিশাল জেলাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠার জন্য দুর্নীতি রোধ করে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন করতে হবে। এর জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রদান করে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। কেউ তথ্য চাইতে এলে যেন হয়রানির শিকার না সেদিকেও নজর রাখতে হবে।

113 Views

আরও পড়ুন

ঢাবির ভিসি চত্বরে গায়েবানা জানাযা অনুষ্ঠিত

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা : ৫ শিক্ষার্থী আহত

সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত প্রত্যাহার 

চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার।

কোটার আ‌ন্দোল‌নে

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাবি, হল ত্যাগের নির্দেশ।

আবাসিক হল বন্ধ ঘোষণার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল।

শিবপুরে কোটা আন্দোলনকে ঘিরে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ কর্মসূচি

জামালপুরে ছাত্রলীগের সমাবেশে কর্মীর ছুরিকাঘাতে নেতা জখম ও রক্তাক্ত

স্কুল-কলেজ বন্ধ ঘোষণা, স্থগিত বৃহস্পতিবারের এইচএসসি পরিক্ষা

শিক্ষার্থীদের নিরাপত্তায় ইবির বঙ্গবন্ধু হলের পকেটগেট বন্ধ করলো প্রশাসন