মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধিঃ
ইঁট বাটা ম্যনেজার কমলকান্তি নিখোঁজ হওয়ায় মানববন্ধন করেছে বরগুনার বামনা উপজেলার সর্বস্তরের জনগণ।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টা ৪৫ মিনিটের সময় বামনা কাকচিড়া মহাসড়কে মানববন্ধন করেন নিখোঁজ কমলকান্তির পরিবার। মানববন্ধনে অংশগ্রহণ করেছে প্রায় ৫ হাজার হিন্দু মুসলিম জনসাধারণ মানুষ।
বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ গুদিঘাটা গ্রামের কমলকান্তি হাওলাদার ৩২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন খোজ পায়নি পরিবার। বরগুনার বামনা থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। ১১ মাস বয়সী একমাত্র কন্যাকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন কমলকান্তির স্ত্রী অনিতা রানী।
অনিতা রানী জানান, তার স্বামী কমলকান্তি বামনা উপজেলার মা ব্রিকসের ম্যানেজার ছিলেন। গত ২১ সেপ্টেম্বর ওই ইটভাটার কিছু মালপত্র কিনতে মালিক মোস্তফা ফকির তাকে ঢাকা পাঠান। পরদিন ২২ সেপ্টেম্বর সকাল ৭টা পর্যন্ত অনিতা স্বামীর সঙ্গে ফোনে কথা বলেন। এরপর আর কোনো কথা হয়নি এবং খোঁজও পাওয়া যায়নি।