কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটনঃ
১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় জেলখানায় নিহত কাপাসিয়ার কৃতি সন্তান বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ এর ঢাকার বনানী কবরস্থান জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রোববার সকালে কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ শহীদুল্লাহ’ র নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তাজউদ্দীন আহমদ সহ জেলখানায় নিহত জাতীয় ৪ নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সাধারন সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আমানত হোসেন খান, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজাউর রহমান লষ্কর মিঠু, কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ, কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, ছাত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ুম, কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রী লীগের
সভাপতি মাহমুদুল হাসান মামুন, সাধারণ সম্পাদক মাসুদ প্রধান সহ নেতৃবৃন্দ।