আবু বক্কর ছিদ্দিক :
চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ছনুয়াপাড়া গ্রামে বাল্য বিবাহের খবর পেয়ে চকরিয়া ভূমি কর্মকর্তা মেয়ের বাড়ীতে অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ করলেন চকরিয়ার ইউএনও নুরুদ্দিন মোঃ শিবলী নোমান । এ সময় মেয়ে কাগজপত্র যাচাই বাচাই করে দেখা যায় মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হয়নি। স্কুল রেজিস্টার অনুযায়ী তার জন্ম তারিখ ১ জুন ২০০৪ সাল। নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে উপস্থিত ছিলেন বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর, অত্র ওয়ার্ডের এম ইউ পি হেলাল উদ্দিন, আওয়ামীলীগনেতা শেখ সালাহ উদ্দিন ছিদ্দিকী, ব্যবসায়ী সরওয়ার আলম সিকদার, বদরখালী সমিতির পরিচালক মামুন, নাছির উদ্দিনসহ স্থানীয় গন্যমান্যরা। এ সময় ৮নং ওয়ার্ড পূর্বপুকুরিয়া পাড়ার বাসিন্দা বর মোঃ মামুন ও তার পিতা দেলোয়ার হোছাইন ও কনে ওয়াফি তার পিতা ছৈয়দ নুর কোম্পানি থেকে বয়সপূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ দিবে না মর্মে আলাদা আলাদা মুসলেখা গ্রহন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বর, কনে উভয় পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে বলেন , গোপনে যদি কনে বরের বাড়ীতে গিয়েছে শুনা যায় উভয়পক্ষের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। স্থানীয় চেয়ারম্যান খাইরুল বশর ও অত্র ওয়ার্ডের এম ইউ পি হেলাল উদ্দিনকে মেয়ের বাকী বয়স ২ বছর ৩ মাসপূর্ণ না হওয়া পর্যন্ত স্কুলে যায় কি না খবর রাখার নির্দেশ প্রদান করেন। বাল্য বিবাহ বন্ধের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার সুশীল সমাজ চকরিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ধন্যবাদ জানান ।