ঢাকাশনিবার , ১৪ জুনe ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বঙ্গবন্ধু ও বঙ্গতাজের স্বপ্ন ছিল সমৃদ্ধশালী সোনার বাংলা গড়া — সিমিন হোসেন রিমি এমপি

প্রতিবেদক
নিউজ এডিটর
২৮ অক্টোবর ২০১৯, ১১:৪৮ অপরাহ্ণ

Link Copied!

কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন :

বঙ্গবন্ধু ও বঙ্গতাজের স্বপ্ন ছিল সুজলা সুফলা শস্য শ্যামলা ফুলে-ফলে সুশোভিত সমৃদ্ধশালী সোনার বাংলা গড়া। আজ আমরা জাতির পিতা বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী স্মরণে বঙ্গবন্ধু পুষ্প কাননে যে চারা গাছ রোপন করলাম এই গাছ যেমন বড় হয়ে ফুলে-ফলে সুশোভিত হবে। তেমনি বঙ্গবন্ধু’র সোনার বাংলার আগামীর চারাগাছ নতুন মানুষেরা তারা নিজেকে সমৃদ্ধ করে গড়ে তুলতে পারলে বঙ্গবন্ধু ও বঙ্গতাজের চিরজীবনের লালিত স্বপ্নের বাস্তবায়ন হবে। গতকাল সোমবার বিকালে গাজীপুরের কাপাসিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় নবনির্মিত শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে উৎস্বর্গকৃত পুষ্পকানন অনুষ্ঠানে বৃক্ষরোপণ করে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, এই দেশের মাটি সোনার চেয়ে খাঁটি, যেখানে বীজ বপন করলেই চারার জন্ম নেয় এবং চারা থেকে ফুল ও ফল হয় বলেই আমার দেশ সোনা ফলানো দেশ। শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক চন্দন রক্ষিতের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, ওসি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধান প্রমুখ।
এর আগে সকালে তিনি জাতীয় স্যানিটেশন ও হাত ধোয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপ-প্রকৌশলী (জনস্বাস্থ্য)অধিদপ্তরের আয়োজনে একটি র‌্যালী ও হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন করেন। র‌্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উপজেলা পরিষদের কর্মকর্তারা অংশ গ্রহন করেন।
দুপরে তিনি প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে ‘মাতৃমৃত্যু মুক্ত কাপাসিয়া মডেল’ এবং মাঠপর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম, গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ খায়রুজ্জামান, গাজীপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক লাজু সামশাদ হক। এছাড়া জেলার প্রতিটি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

225 Views

আরও পড়ুন

ফেব্রুয়ারিতে নির্বাচন, ইউনূস-তারেক বৈঠকে সিদ্ধান্ত

আম্মা আপনাকে সালাম জানিয়েছেন: তারেক রহমান

বিমান দুর্ঘটনায় প্রিয় মানুষ হারালেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত

লন্ডেন বৈঠকে ড. ইউনূস-তারেক রহমান

ইসরাইলে ইরানি ড্রোন হামলার খবরে সাইরেন বাজলো জর্ডানে!

ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রধান বাঘেরিও নিহত

যুদ্ধের দামামা
এবার ইসরায়েলে ইরানের হামলা শুরু

ইসরায়েলের হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান নিহত

কেমন কেটেছে মেডিকেল শিক্ষার্থীদের ঈদ আনন্দ

ভারতে বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই

কাপাসিয়ায় নিষিদ্ধ পলিথিন কারখানায় সিলগালা, একজকে তিন মাসের কারাদণ্ড

সুরাজপুর – মানিকপুর ইউনিয়নে পাহাড়ের মাটি বিক্রির প্রতিবাদ করায় ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলা